৪ অনলাইন জুয়াড়ি আটক

২৬ আগষ্ট, ২০২০ ২০:৪৬  
ভারতীয় ‘শিলং তীর’ নামক অনলাইন জুয়া চক্রের চার বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতার জুয়াড়িরা হলেন- শামিম মিয়া (৩০), আব্দুল আলী (৩১), এরশাদ মিয়া (২৯) ও সোহাগ মিয়া (২৭)। তাদের কাছ থেকে ছয়টি মোবাইল, একটি রেজিস্টার খাতা, ১-৯৯ পর্যন্ত নম্বরবিশিষ্ট চারটি চার্ট সংবলিত ব্যবহৃত শিট এবং পাঁচটি অব্যবহৃত চার্ট সংবলিত শিট জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের নোমে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গত ২৪ আগস্ট বিকাল সাড়ে ৫ টায় গুলশান থানার কালাচাঁদপুর এলাকায় অভিযান করে অনলাইনে শিলং তীর জুয়ার এজেন্ট শামিম ও আব্দুল আলী এবং ২৫ আগস্ট, সকাল ৮ টায় নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বড়–য়াপনা বাজার থেকে অপর এজেন্ট এরশাদ ও সোহাগকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক। তিনি আরো জানান, ভারতের শিলং থেকে অনলাইন ভিত্তিক 'তীর কাউন্টার' নামক জুয়া খেলাটি পরিচালিত হয়। এরপর ধীরে ধীরে এই খেলা ছড়িয়ে পড়ে সিলেট,নেত্রকোনা ও রাজধানী ঢাকায়। www.teercounter.com ও www.teertoday.com নামের ওয়েব সাইটের মাধ্যেমে খেলাটির ফলাফল জানানো হয়। প্রথমে জুয়ারী এজেন্ট এর কাছ থেকে ১ থেকে ৯৯ পর্যন্ত যে কোন এক বা একাধিক নম্বর ১০ থেকে শুরু করে যে কোন অংকের টাকা দিয়ে বুকড করে। নির্দিষ্ট ওয়েব সাইটে শিলং থেকে দিনে দুইবার তীর খেলার ফলাফল প্রকাশ করা হয়। যদি উক্ত ফলাফল বুকড নাম্বারের সাথে মিলে যায় তবে উক্ত বুকড নাম্বারে জুয়ারী যে পরিমান টাকা ধরেছিল তার ৮০ গুন টাকা ফেরত পাবে।তবে যেহেতু বিজয়ী হওয়ার সম্ভাবনা শতকরা ১ ভাগ তাই এজেন্টগণ বাকী টাকাগুলো হাতিয়ে নেয়।